Advertisements
গােলীয় দর্পণের ব্যবহার ও সুবিধাগুলির
উত্তর: অবতল দর্পণ ব্যবহারের অনেক সুবিধা আছে। কারণ অবতল দর্পণের কাছে বস্তু রাখলে বস্তুটির বিবর্ধিত প্রতিবিম্ব দেখা যায়। তাই দাঁতের ডাক্তার মুখের মধ্যে দাঁত বড়াে করে দেখার জন্য অবতল দর্পণ ব্যবহার করেন। ব্যাবহারিক জীবনে দাড়ি কামানাের জন্য, টর্চ লাইট, সার্চ লাইট, গাড়ির হেডলাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয়। অবতল দর্পণ ক্ষমতাশালী সমান্তরাল আলােকরশ্মি সৃষ্টি করে, যার দ্বারা অনেক দূর পর্যন্ত বস্তুকে দেখা যায়। তা ছাড়া বৃহদাকারের অবতল দর্পণ ব্যবহার করে সােলার ফার্নেসে অধিক উত্তর সৃষ্টি করা যায়।
উত্তল দর্পণের সামনে একটি বস্তু রাখলে আকারে ছােটো, কিন্তু সমতল দর্পণের তুলনায় অনেক বেশি সংখ্যক প্রতিবিম্ব দেখতে পাওয়া যায়। উত্তল দর্পণের দৃষ্টিক্ষেত্র (field of view) অনেক বড়াে। তাই গাড়িতে লুকিং গ্লাস হিসেবে উত্তল দর্পণ বহুল ব্যবহৃত হয়।
0 Comments