Ad Code

মানুষের চোখের বিভিন্ন অংশের কাজ বর্ণনা করে বলে আমরা কীভাবে দেখতে পাই।




Advertisements

মানুষের চোখের বিভিন্ন অংশের কাজ

উত্তরঃ  মানুষের চোখ অনেকটা ক্যামেরার মত। ক্যামেরার লেন্সের সামনে বস্তু থাকলে ক্যামেরার পেছনে পর্দায় যেমন প্রতিবিম্ব গঠিত হয়, তেমনি চোখের সামনে কোনাে বস্তু থাকলে চোখের লেন্স দ্বারা রেটিনাতে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়। কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার, চোখের লেন্স ও ভিট্রিয়াস হিউমার মিলিতভাবে অভিসারী মাধ্যমের মতাে কাজ করে। চোখের সামনে থাকা কোনাে বস্তু থেকে আগত আলােকরশ্মি চোখের মণির (pupil) মধ্য দিয়ে প্রবেশ করে ওই অভিসারী মাধ্যমের মধ্যে প্রতিসৃত হয়ে রেটিনাতে বস্তুটির একটি সদ এবং অবশীর্ষ প্রতিবিম্ব গঠন করে। রেটিনার রড ও কোন নার্ভের প্রান্তগুলি আলােকশক্তিকে তড়িৎশক্তিতে রূপান্তরিত করে অপটিক নার্ভের মাধ্যমে মস্তিষ্কে যায় এবং দর্শনানুভূতির সৃষ্টি করে। রেটিনায় অবশীর্ষ প্রতিবিম্ব হলেও মস্তিষ্কের জটিল প্রক্রিয়ায় আমরা তা সমশীর্ষ দেখি। চোখের মণিটি আলাের তীব্রতার হ্রাসবৃদ্ধির সঙ্গে নিজেও ছােটো-বড়াে হয়। 

সাধারণ সুস্থ চোখের দৃষ্টির পাল্লা হল 25 cm থেকে প্রায় অসীম পর্যন্ত।

Download Link of this Content
Advertisements
Best Search Engine Optimization
Advertisements

Post a Comment

0 Comments