Advertisements
একই মানের উৎসের সঙ্গে 3টি বাল্ব একবার শ্রেণি সমবায়ে ও একবার সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলে কোন্ ক্ষেত্রে বাল্বগুলো উজ্জ্বল ভাবে জ্বলে? ব্যাখ্যা করাে।
উত্তর: সমান্তরাল সমবায়ে যুক্ত থাকলে বাল্বগুলো উজ্জ্বলতরভাবে জ্বলবে। কারণ সমান্তরাল সমবায়ে থাকায় বর্তনীতে তুল্যাঙ্ক রােধ কম হবে এবং বেশি প্রবাহমাত্রা তিনটি বালবের মধ্যে ভাগ হয়ে তিনটি বাকেই উজ্জ্বলভাবে জ্বলতে সাহায্য করবে। কিন্তু শ্রেণি সমবায়ে যুক্ত বাল্ব গুলোর রােধও শ্রেণি সমবায়ে যুক্ত হবে এবং তুল্যাঙ্ক রােধের মান বাড়িয়ে বর্তনীর প্রবাহমাত্রা কমিয়ে দেবে এবং বাগুলি অনেক কম উজ্জ্বলতা নিয়ে জ্বলবে।
0 Comments