Advertisements
ফিউজ তার হল নিম্ন গলনাঙ্কের একটি পরিবাহী তার। এটি সাধারণত 75% সিসা এবং 25% টিন দিয়ে তৈরি সংকর ধাতু থেকে নির্মাণ করা হয়। কোনাে কারণে শর্ট সার্কিট (Short circuit) হলে কিংবা বেশি ক্ষমতার তড়িৎ যন্ত্র ব্যবহারের ফলে বর্তনীতে অকস্মাৎ প্রবাহমাত্রা বেড়ে গেলে, ফিউজ তারটি গরমে গলে গিয়ে বর্তনী ছিন্ন করে দেয়।
0 Comments