Advertisements
উওর : একটি তড়িৎ কোষের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটলে তা কোশটির দুটি তড়িদ্বারের মধ্যে বিভবপ্রভেদ সৃষ্টি করে। বর্তনী মুক্ত রাখলে তড়িৎ কোষের দুটি তড়িৎদ্বারে মধ্যে যে বিভব পার্থক্য হয়, তাকে কোষের তড়িচ্চালক বল বা EMF বলে। অর্থাৎ তড়িৎচালক বল হল মুক্ত বর্তনীর ভোল্টেজ (Open circuit voltage)
0 Comments