Ad Code

ইনসুলিন হরমােনের প্রধান কাজগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও।




Advertisements

 ইনসুলিন কার্বোহাইড্রেট বিপাকে বিশেষভাবে অংশগ্রহণ করে। তা ছাড়া প্রোটিন এবং ফ্যাট বিপাকে ইনসুলিন হরমোন সাহায্য করে।

ইনসুলিন হরমোনের কাজ

 কার্বোহাইড্রেট বিপাক :

  • ইনসুলিন গ্লুকোজ কাইনেজ উৎসেচকের সক্রিয়তা বাড়িয়ে কোষে গ্লুকোজ বিশােষণ বৃদ্ধি করে। কোষে গ্লুকোজ প্রবেশ করতে সাহায্য করে। 
  • ইনসুলিন কোশের সাইটোপ্লাজমে অবস্থিত হেক্সো কাইনেজ উৎসেচকের সহায়তায় কোষে গ্লুকোজের জারণ বৃদ্ধি করে।
  •  ইনসুলিন গ্লাইকোজেন সিম্থেটেজ উৎসেচককে সক্রিয় করে গ্লাইকোজেনেসিস পদ্ধতিতে রক্তের অতিরিক্ত গ্লুকোজ গ্লাইকোজেন পরিবর্তিত করে যকৃৎ এবং পেশিকোশে জমা রাখে।
  • ইনসুলিন যকৃতে ফসফোরাইলেজ উৎসেচকের সক্রিয়তা হ্রাস করে গ্লাইকোজেন অ্যানালাইসিসের হার হ্রাস করে।
  • ইনসুলিন হরমোন অন্ত্র থেকে গ্লুকোজ শোষণে বাধা দেয়। 
  • ইনসুলিন অ-কার্বোহাইড্রেট পদার্থ থেকে গ্লুকোজ সংশ্লেষণ অর্থাৎ নিওগ্লুকোজেনেসিস বাধা দেয়।
প্রোটিন বিপাক:

  • ইনসুলিন হরমোনের প্রভাবে দেহের প্রোটিন সংশ্লেষ বৃদ্ধি পায়, কিন্তু প্রোটিন থেকে গ্লুকোজ সংশ্লেষে বাধা দেয় কলাকোষ অ্যামিনো অ্যাসিডের শােষণ ও পরিবহণ বৃদ্ধি করে। ফ্যাট বিপাক ইনসুলিন স্নেহ পদার্থের জারনে বাধার সৃষ্টি করে এবং গ্লুকোজ ও ল্যাকটিক অ্যাসিড থেকে ফ্যাট উৎপাদন এবং যকৃত ও মেলাতে ফ্যাটের সঞ্চয় বৃদ্ধি করে, এজন্য একে উপচিতিমূলক হরমোন-ও বলে। 
  • ফ্যাটের অতিরিক্ত জারন রোধ করে কিটোন বডি উৎপাদনে বাধা দেয় বলে একে অ্যান্টি কিটোজেনিক হরমোন বলে।

Download Link of this Content
Advertisements
Best Search Engine Optimization
Advertisements

Post a Comment

0 Comments