Ad Code

মাধ্যমিক গণিতের কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর - Madhyamik Math Short Question Suggestion 2019




Advertisements

গণিতের সরল সুদ কষা অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর, এই পষ্টে শেয়ার করা হল । আশা করি সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের খুবই কাজে আসবে। [ মাধ্যমিক গণিতের কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর - Madhyamik Math Short Question Suggestion 2019 ] 
মাধ্যমিক গণিতের কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

১। অতিরিক্ত অর্থমুল্যকে কি বলে ?
২। যে ব্যক্তি টাকা ধার দেন তাকে কি বলে?
৩। সবৃদ্ধিমুল = __________ + মোট সুদ ।
৪। মোট সুদ এবং  সবৃদ্ধিমুল উভয়েই আসলের _________।
৫। সরল সুদ কষায় কেব্ল আসলের সুদ হয় ____________ সুদ হয় না।
৬। যে ব্যক্তি টাকা ধার করেন তাকে কি বলে ?


 👀 উত্তরগুলি নিচে আছে, দেখার আগে নিজে নিজে উত্তর করার চেস্টা করুন ...
👇


👇


👇


👇


👇


👇



👇


👇



 
👇




👇





👇


👇



১। অতিরিক্ত অর্থমুল্যকে কি বলে ?
উত্তর -  অতিরিক্ত অর্থমুল্যকে সুদ বলে।

২। যে ব্যক্তি টাকা ধার দেন তাকে কি বলে?
উত্তর - যে ব্যক্তি টাকা ধার দেন তাকে উত্তমর্ণ বলে।

৩। সবৃদ্ধিমুল = __________ + মোট সুদ ।
উত্তর - আসল

৪। মোট সুদ এবং  সবৃদ্ধিমুল উভয়েই আসলের _________।
উত্তর - মোট সুদ এবং  সবৃদ্ধিমুল উভয়েই আসলের সামানুপাতিক ।

৫। সরল সুদ কষায় কেবল আসলের সুদ হয় ____________ সুদ হয় না।
 উত্তর - সবৃদ্ধিমুলের

 ৬। যে ব্যক্তি টাকা ধার করেন তাকে কি বলে ?
উত্তর- যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমর্ণ বলে।
Download Link of this Content
Advertisements
Best Search Engine Optimization
Advertisements

Post a Comment

1 Comments

  1. মাধ্যমিক এর গণিত বোরো প্ৰশ্ন

    ReplyDelete
Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)