Ad Code

মাধ্যমিক বাংলা গুরুত্বপূর্ণ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন - Bangla MCQ Question




Advertisements

মাধ্যমিকের বাংলা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, মাধ্যমিক সাজেশন, মাধ্যমিক বাংলা সাজেশন, মাধ্যমিক MCQ প্রশ্ন , মাধ্যমিক বাংলা সাজেশন MCQ.   

১। সঠিক উত্তরটি নির্বাচন করঃ                                                                   

১.১. পালকের কলমের ইংরেজি নাম –

ক) হুইল, খ) উইং, গ) কুইল, ঘ) ডেইল

১.২. “মহাবলী মেঘনাদ” রোষে কী ছিঁড়ে ফেলল?

ক) হস্তবর্ম, খ) কুষুমদাম, গ) কর্ণকুন্ডল, ঘ) কুষুমরাজি

১.৩. “নখ যাদের তীক্ষ্ণ”- যাদের বলতে –

ক) উপনিবেশিক রাষ্ট্রলোকে বোঝাতে হয়েছে, খ) কবির কথা বলা হয়েছে।

গ) আফ্রিকার মানুষদের কথা বলা হয়েছে, ঘ) দস্যুদের কথা বলা হয়েছে।

১.৪. “সপ্ত মহাসিন্ধু দোলে” কোথায়?

ক) কপালে, খ) শরীরে, গ) কপোলতলে, ঘ) ভূ-পৃষ্ঠে

১.৫. “গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন-” কে?

১.৬. “বর্ম খুলে দ্যাখো আদুর গায়ে” কী দেখতে বলা হয়েছে?

ক) গান দাঁড়াল ঋষিবালক খ) গান শোনালো ঋষিবালক গ)গান ভরালো ঋষিবালক ঘ) মন ভরালো ঋষিবালিক

১.৭.তপনের চিরকালের বন্ধু –

ক) ছোটমামা খ)ছোটদিদি গ) ছোটমাসি ঘ) ছোটকাকা

১.৮. “তায় আমি জাগানু অকালে”- কাকে জাগানোর কথা বলা হয়েছে?

ক) রাকা খ) ইন্দ্রজিৎ গ) প্রমীলা ঘ) কুম্ভকর্ণ

১.৯. ‘অসুখী একজন’ কবিতায় শাত হলুদ দেবতার কত বছর ধ্যানে ডুবেছিল?

ক) একশো খ) পাঁচশো গ) এক হাজার ঘ) পাঁচ হাজার

১.১০. “ঈশ্বর আপনার মঙ্গল করুন”- এটি কোন ধরনের বাক্যে দৃষ্টান্ত?

ক. নির্দেশক বাক্য খ. আবেগসুচক বাক্য গ. প্রার্থনাসুচক বাক্য ঘ. উপরের কোনটি নয়।   
Download Link of this Content
Advertisements
Best Search Engine Optimization
Advertisements

Post a Comment

0 Comments