Advertisements
এই পোস্টে মাধ্যমিকে আসার মতো কিছু ভূগোলের মানচিত্র শেয়ার করা হল। লাস্ট মিনিট সাজেশন ভূগোল ম্যাপ সাজেশন। ম্যাপ পয়েন্টিং (ভারত) সাজেশন।
প্রাকৃতিক ভূগোল -
মানচিত্র (ভারত)
প্রাকৃতিক ভূগোল -
মানচিত্র (ভারত)
পূর্বঘাট
পর্বতমালা, K2, দোদাবেতা, লোকটাক হ্রদ, চিল্কা হ্রদ, একটি ইক্ষু উৎপাদক
অঞ্চল, মহানদী, নর্মদা, কাঞ্চনজঙ্ঘা, ভেম্বানাদ, বেঙ্গালুরু, কচ্ছের রন,
ইন্দিরা পয়েন্ট, ম্যানগ্রোভ অরন্য অঞ্চল, গোদাবরী নদী, দক্ষিণ-পূর্ব
ভারতের রেলপথের সদর দপ্তর, হলদিয়া বন্দর, চা উৎপাদক অঞ্চল, ক্রান্তীয়
চিরহরিৎ অরন্য অঞ্চল, 10° চ্যানেল, মান্নার উপসাগর, বিন্ধ্য পর্বত, দক্ষিণ
ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, করমন্ডল উপকূল, পশ্চিমঘাট পর্বত, দক্ষিণ ভারতের
গঙ্গা, ব্রহ্মপুত্র নদ, মেঘালয় মালভূমি, সবথেকে কম জনঘনত্ব পূর্ণ রাজ্য,
পশ্চিম ভারতের বিমান নির্মাণ শিল্পকেন্দ্র, পক্ প্রণালী, ভারতের শুল্কমুক্ত
বন্দর, কৃষ্ণমৃত্তিকা অঞ্চল, পশ্চিম ভারতের একটি তৈল শোধনাগার (ট্রম্বে বা কয়ালি), ভারতের বৃহত্তম
আন্তর্জাতিক বিমানবন্দর (দিল্লির ইন্দিরাগান্ধী বিমানবন্দর), পূর্বরেলের
সদর দফতর (কলকাতা),কেন্দ্রীয় গম গবেষণাগার (পুষা), পালাম বিমানবন্দর
(মুম্বাই)।
ভূগোলের আরও প্রশ্ন গুলি নিচে -
👉 ভূগোলের শর্ট প্রশ্ন পেতে ক্লিক করুন এখানে।
👉 ভূগোলের ২/৩ নম্বরের প্রশ্ন পেতে ক্লিক করুন এখানে।
👉 ভূগোলের ৫ নম্বরের প্রশ্ন পেতে ক্লিক করুন এখানে।
ভূগোলের আরও প্রশ্ন গুলি নিচে -
👉 ভূগোলের শর্ট প্রশ্ন পেতে ক্লিক করুন এখানে।
👉 ভূগোলের ২/৩ নম্বরের প্রশ্ন পেতে ক্লিক করুন এখানে।
👉 ভূগোলের ৫ নম্বরের প্রশ্ন পেতে ক্লিক করুন এখানে।
1 Comments
ছবি পরিস্কার হচ্ছে না কেন ????
ReplyDelete