Ad Code

মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন - Last Minute Suggestion




Advertisements


পরিবেশর জন্য ভাবনা (5 Marks)
১. গ্রিনহাউস এফেক্ট বলতে কী বোঝায়? স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো?
২. ওজনস্তর ক্ষয়ের দুটি ক্ষতিকর প্রভাব লেখ? জীবাশ্ম জ্বালানি কী?
৩. মিথেন হাইড্রেট কি? ওজনস্তর বিনাশে নাইট্রোজেনের অক্সাইডগুলির ভূমিকা লেখ।
গ্যাসের আচরণ (8 Marks)
১. গ্যাসের অণুর গতিশীলতা সাপেক্ষে যুক্তি দাও। গ্যাস অনুর উপর উষ্ণতার প্রভাব লেখ।
২. বয়েল সূত্রটি লেখ এবং এই সূত্র থেকে p–v এবং pv–p লেখচিত্র আঁকো। অ্যাভোগাড্রো সূত্রটি বিবৃত করো।
৩. চার্লস, বয়েল ও অ্যাভোগাড্রো সূত্রের সম্মিলিত রূপটি লেখ। আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের পার্থক্য লেখ।
৪. সাইকেলর চাকাই বাতাস দিলে, আয়তনে বাড়ে – এক্ষেত্রে বয়েল সূত্র কি লঙ্ঘিত হয়?
৫. কোনো আদর্শ গ্যাসের আয়তন STP তে কত হলে 27°C উষ্ণতা এবং 700mm Hg চাপে তা 19 L হবে?
৬. 300K উষ্ণতায় ও 570 mm Hg চাপে 2.2g CO2 গ্যাসের আয়তন নির্নয় করো। [ C=12, O=16] [R=0.082 L.atmos K-1 mol-1 ]
রাসায়নিক গণনা (4 Marks)
১. 0.795g কপার অক্সাইডকে N2 দ্বারা বিয়োজিত করলে কত গ্রাম Cu এবং কত গ্রাম জল উৎপন্ন হবে? [Cu=63.5]
২. 80% গাঢ়ত্বের H2SO4 এর সঙ্গে 60g CaCO3 এর বিক্রিয়ার জন্য কত গাঢ়ত্বের H2SO4 লাগবে?
৩. গ্যাসের আনবিক ওজন ও বাষ্পঘনত্বের মধ্যে সম্পর্কটি লেখো।
৪. 36 g ম্যাগনেশিয়ামের সাথে অতিরিক্ত লঘু HCl এর বিক্রিয়ায় কত গ্রাম ম্যাগনেশিয়াম ক্লোরাইড ও হাইড্রোজেন উৎপন্ন হবে? [H=1, Mg=24, Cl=35.5]
তাপের ঘটনা সমূহ (5 Marks)
১. গরুর গাড়ির ঢাকায় লোহার বেড় পরানো হয় কেন? তাপীয় পরিবাহিতাঙ্কের সংজ্ঞা, মাত্রীয় সংকেত এবং CGS ও SI ইউনিট লেখ।
২. কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারন গুনাঙ্ক কাকে বলে? ‘তামার দৈর্ঘ্য প্রসারন গুনাঙ্ক 17 × 10-6 /°C’ – কথাটির অর্থ কি?
৩. তাপ ও তড়িৎ পরিবহণের মধ্যে পার্থক্য কি? থার্মোস্ট্যাট ব্যবহৃত হয় এমন দুটি যন্ত্রের নাম লেখো।
৪. কঠিনের মধ্যে দিয়ে তাপের পরিবহণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? তাপীয় রোধ কাকে বলে, এর SI ইউনিট লেখো।
আলো (12 Marks)
১. আলোর প্রতিফলনের সূত্র দুটি লেখো। রৈখিক বিবর্ধন কাকে বলে?
২. শুদ্ধ বর্ণালি কাকে বলে এবং গঠনের শর্ত লেখো। উত্তল লেন্সকে অভিসারী ও অবতল লেন্সকে অপসিরী লেন্স বলা হয় কেন, এই দুই লেন্সের মধ্যে পার্থক্য লেখো?
৩. লেন্সের মূখ্য ফোকাস দৈর্ঘ্য এবং আলোক কেন্দ্র কাকে বলে? বিচ্ছুরন কাকে বলে?
৪. গোলীয় দর্পণের ব্যবহার লেখো। দীর্ঘ দৃষ্টি কী? এর প্রতিকারের জন্য কোন লেন্স ব্যবহার করা হয়?
৫. লাল ও বেগুনী আলোর জন্য কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক যথাক্রমে ur ও uv হলে প্রমাণ করো যে ur < uv । সমতল দর্পণের বক্রতা ব্যসার্ধ কত?
৬. উত্তল / অবতল লেন্সের ফোকাসে কোনো বস্তু অবস্থান করলে, যে প্রতিবিম্ব পাওয়া যাবে তার গঠন চিত্র অঙ্কন করো। বিপদের সংকেত হিসেবে লাল আলো ব্যবহার করা হয় কেন?
৭. অতিবেগুনী রশ্মি, X-রশ্মি ও গামা রশ্মি এর ক্ষতিকর প্রভাব লেখ।
৮. উত্তল লেন্সের সাহায্যে কিভাবে সদ্, অবশীর্ষ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করা যাবে।
চলতড়িৎ (12 Marks)
১. তড়িৎপ্রবাহের ফলে উৎপন্ন তাপ সম্পর্কিত জুলের সূত্রগুলি লেখো।
২. ওহমের সূত্রটি লেখো। একটি পরিবাহী তারকে টেনে দ্বিগুণ করলে। তারটির আয়তন ও রোধাঙ্ক স্থির থাকলে রোধের কিরূপ পরিবর্তন হবে? পরিবাহীর রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে?
৩. তড়ৎচালক বল ও বিভবপ্রভেদের মধ্যে পার্থক্য লেখো। ‘তামার রোধাঙ্ক 1.78 × 10–6 ohm-cm’ কথার অর্থ কি?
৪. BOT কথার অর্থ কী? বৈদ্যুতিক বাতির গায়ে 220V–50W লেখার অর্থ কি?
৫. অ্যাম্পিয়ারের সন্তরন নিয়মটি লেখো । ফ্লেমিং এর বামহস্ত নিয়মটি লেখো।
৬. হিটারে নাইক্রোম তার ব্যবহার করা হয় কেন? তড়িৎ চুম্বকের শক্তি কিভাবে বাড়ানো যায়?
৭. 220V–60W ও 110V–60W বৈদ্যুতিক বাতি দুটির রোধের অনুপাত নির্নয় করো।
৮. একটি বাড়িতে 10 টি 40W বাতি, 5 টি 80W পাখা এবং একটি 80W টিভি প্রতিদিন 6 ঘন্টা করে চললে। একমাসে ওই বাড়ির শক্তিব্যয় কত ইউনিট?
পরমানুর নিউক্লিয়াস (5 Marks)
১. তেজস্ক্রিয়তা কাকে বলে? এর দুটি ব্যবহার উল্লেখ করো।
২. কোনো তেজস্ক্রিয় পরমানু থেকে একটি আলফা কণা নির্গত হলে, অপত্য পারমাণবিক ন
সংখ্যা ও ভরসংখ্যা কিভাবে পরিবর্তিত হয়?
৩. নিউক্লিয়া সংযোজন ও বিয়োজন কাকে বলে? উদাহরণ সহ ব্যখ্যা করো। নিউক্লিয় সংযোজনের পূর্বে নিউক্লিয় বিয়োজন ঘটানো হয় কেন?
৪. আলফা, বিটা ও গামা রশ্মির ধর্মের তুলনা করো। তেজস্ক্রিয়তার ব্যবহারিক এককের নাম কি?
৫. একটি তেজস্ক্রিয় পরমানুর (X) ভরসংখ্যা Y ও পারমাণবিক সংখ্যা Z। ওই পরমানুর নিউক্লিয়াস থেকে একটি α কণা ও দুটি β কণা নির্গত হলে তার ভরসংখ্যা ও পারমাণবিক সংখ্যা কত হবে?
Download Link of this Content
Advertisements
Best Search Engine Optimization
Advertisements

Post a Comment

0 Comments