Advertisements
মায়োপিয়াজনিত ত্রুটি দূর করতে চশমায় কি ধরনের লেন্স ব্যবহার করবে?
মায়োপিয়া বা নিকটদৃষ্টি ত্রুটি (Myopia) দূর করতে অবতল লেন্স (concave lens) ব্যবহার করা হয়।
কারণ:
মায়োপিয়ার ফলে দূরের বস্তু থেকে আসা আলোকরশ্মি চোখের রেটিনার আগে সংযোজিত হয়।
অবতল লেন্স আলোকরশ্মিকে ছড়িয়ে দেয় (diverge করে), ফলে আলোকরশ্মি রেটিনার উপর সঠিকভাবে সংযোজিত হয়।
উপসংহার: মায়োপিয়া সংশোধনের জন্য চশমায় অবতল লেন্স ব্যবহার
করা হয়।
0 Comments