Advertisements
ইলিশ মাছ সাধারণত বছরের বর্ষাকাল বা বর্ষার শেষের দিকে ডিম পাড়ে। বাংলাদেশে এটি প্রধানত জুলাই থেকে অক্টোবর মাসের মধ্যে ঘটে। এ সময় নদীর পানির তাপমাত্রা, স্রোত, এবং লবণাক্ততা ডিম পাড়ার জন্য উপযুক্ত থাকে।
ইলিশ মাছ ডিম পাড়ার জন্য মিঠা পানির নদীতে চলে আসে, যেমন বাংলাদেশের পদ্মা, মেঘনা, যমুনা, এবং তাদের শাখা নদী। মাদার ইলিশ একবারে গড়ে ২ থেকে ৫ লাখ ডিম পাড়ে। এই ডিমগুলো মিঠা পানিতে ফেটে রেণু (লার্ভা) হয় এবং সেখান থেকেই ইলিশ মাছের জীবনচক্র শুরু হয়।
ডিম পাড়ার এ সময়কে ইলিশের প্রজনন মৌসুম বলা হয় এবং এ সময় ইলিশ সংরক্ষণের জন্য বাংলাদেশ সরকার মাছ ধরা নিষিদ্ধ করে থাকে।
0 Comments