Advertisements
এস্কিমোদের জীবনযাত্রার সংক্ষিপ্ত পরিচয় দাও।
Ans:
▶ এস্কিমোদের জীবনযাত্রা:
[i] এস্কিমোদের জীবনযাত্রা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও কষ্টসাধ্য।
[ii] এস্কিমোরা বরফের সাহায্যে মাত্র একঘণ্টার মধ্যে তাদের বিশ্রাম আবাস ইগলু তৈরি করতে পারে। এ কাজে কানাডার এস্কিমোরা খুবই দক্ষ।
[iii] এরা হাস্কি কুকুরদের পোষ মানিয়ে তাদের টানা স্লেজগাড়িতে চেপে শিকার করে। আর জলে সিল মাছের চামড়ায় তৈরি কায়াক নৌকা ব্যবহার করে।
Iv) পশুশিকার এদের জীবনযাত্রার অবিচ্ছেদ্য অঙ্গ। এদের প্রধান খাদ্য হল সিল, স্যামন, কড মাছ। তা ছাড়া হাঁস, খরগোশ, মেরুশিয়ালও শিকার করে। হরিণের দুধ ও বেরিফল এদের প্রিয় খাবার।
[v] এস্কিমোরা মেরু ভালুক শিকার করে তাদের চামড়ার সাহায্যে পোশাক বানায়। বিভিন্ন প্রাণীর হাড় দিয়ে শিকারের বর্শা আর ছুঁচ তৈরি করে।

0 Comments