Advertisements
আধুনিক ইতিহাসচর্চার নানা বৈচিত্র্যগুলি উল্লেখ করো।
- উত্তর: আধুনিক ইতিহাসচর্চার বহু নতুন বিষয়ের আলোচনা যুক্ত হওয়ায় ইতিহাসচর্চায় এসেছে বৈচিত্র্য ও বহুমাত্রিকতা। ইতিহাসের এসব নতুন বিষয়ের অন্যতম হল সমাজবিন্যাস, সামরিক ব্যবস্থা, পোশাক, খাদ্যাভ্যাস, খেলাধূলা, শিল্প-স্থাপত্য, বিজ্ঞান, বিনোদন, পরিবেশ, বিজ্ঞান-প্রযুক্তি, নারী প্রভৃতি। মানবসভ্যতার ইতিহাসের প্রবহমানধারা আধুনিক ইতিহাসচর্চাকে বৈচিত্র্যপূর্ণ করে তুলেছে।
0 Comments