পশ্চিমবঙ্গের পার্বত্য ও উপকূল অঞ্চলের জলবায়ুর তুলনামূলক বিবরণ দাও।
উত্তর : (১) একমাত্র শিলিগুড়ি মহকুমা বাদে পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার বাকি অংশ হিমালয় পার্বত্য অঞ্চলের অন্তর্গত। পক্ষান্তরে, মেদিনীপুর জেলার বঙ্গোপসাগরের উপকূল ভাগের সন্নিহিত অঞ্চল উপকূল অঞ্চলের অন্তর্গত; (২) সমুদ্র সমতলে অবস্থিত পশ্চিমবঙ্গের উপকূলভাগের তুলনায় প্রায় ২,৭৭৫ মিটার উচুতে অবস্থিত পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের জলবায়ু তুলনামূলক ভাবে অনেক শীতল; (৩) পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে অনেকটা তুন্দ্রা অঞ্চলের মত অতি শীতল জলবায়ু, দেখা যায়। পক্ষান্তরে পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলের জলবায়ু নাতিশীতোষ্ণ প্রকৃতির; (৪) বছরের সব সময়েই দার্জিলিং পার্বত্য অঞ্চলে পশ্চিমবঙ্গের উপকূলভাগের তুলনায় তাপমাত্রা অনেক কম থাকে। পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে গ্রীষ্মকালীন গড় উষ্ণতা হয় প্রায় ১৫° সেলসিয়াসের মত। পক্ষান্তরে, পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলের গ্রীষ্মকালীন গড় উষ্ণতা হয় প্রায় ৩১° সেলসিয়াস। (৫) শীতকালে পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের তাপমাত্রা মাত্র ২° সেলসিয়াস বা তারও নীচে নেমে যায়। পক্ষান্তরে; পশ্চিমবঙ্গের উপকূল ভাগের শীতকালীন গড় উষ্ণতা থাকে কম বেশী ১৮০-২২° সেলসিয়াস; (৬) শীতকালে দার্জিলিং এর পার্বত্য অঞ্চলে মাঝে মাঝে তুষার পাত হয়। পক্ষান্তরে, পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে বছরের কোন সময়েই তুষারপাত হয় না; (৭) বর্ষাকালে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু সুউচ্চ হিমালয় পর্বতের গায়ে ধাক্কা খেয়ে দার্জিলিং-এর পার্বত্য অঞ্চলে তুমুল শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত ঘটায়। এই জন্য পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের গড়বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ (বার্ষিক প্রায় ৪০০ সেন্টিমিটার) পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলের তুলনায় (বার্ষিক ১৬০ থেকে ১৮০ সেন্টিমিটার) অনেক বেশী: (৮) গ্রীষ্মকালে নিম্নচাপ জনিত ঘূর্ণী ঝড়ে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে বহু ক্ষয়ক্ষতি হয়। পক্ষান্তরে দার্জিলিং-এর পার্বত্য অঞ্চলে বছরের কোন সময়েই নিম্নচাপ জনিত ঘূর্ণীঝড় দেখা যায় না।

0 Comments