ভারত সরকারের অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত?
উত্তর: ভারতের অরণ্য গবেষণাগারটি উত্তর প্রদেশের দেরাদুনে অবস্থিত।
২ : ভারতের মোট আয়তনের কত অংশ বনভূমি হওয়া উচিত ?
উত্তর: ভারতের মোট আয়তনের অংশ বনভূমি হওয়া উচিত।
৩ : ভারতের মোট আয়তনের কত শতাংশ বনভূমির দ্বারা অধিকৃত ?
উত্তর: ভারতে ২২.৮% অঞ্চল বনভূমির দ্বারা অধিকৃত।
৪: পশ্চিমঘাট পর্বতের বৃষ্টিচ্ছায় অঞ্চলে কোন্ বনভূমি দেখা যায়?
উত্তর: পশ্চিমঘাট পর্বতের বৃষ্টিচ্ছায় অঞ্চলে গুন্ম ও তৃণ অঞ্চল দেখা যায়।
৫ : ভারতের সমগ্র বনভূমির কত অংশ সরকারী নিয়ন্ত্রণে রয়েছে?
উত্তর: ভারতের সমগ্র বনভূমির শতকরা ৫২ ভাগ সরকারী নিয়ন্ত্রণে রয়েছে।
৬ : হিমালয়ের কত মিটার উচ্চতায় আল্লীয় বনভূমি দেখা যায়?
উত্তর: হিমালয়ের ৪০০০ মিটারের বেশী উচ্চতায় আল্লীয় বনভূমি দেখা যায়।
* ৭: ভারতের একটি ম্যানগ্রোভ অরণ্যের নাম কর।
উত্তর: পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণে অবস্থিত সুন্দরবন হল ভারতের একটি ম্যানগ্রোভ অরণ্যের উদাহরণ।
*৮: ভারতের মরু অঞ্চলের কি ধরনের উদ্ভিদ জন্মায়?
উত্তর: ভারতের মরু অঞ্চলে বাবলা, খেজুর, ফণিমনসা-সহ নানান ধরনের ক্যাকটাস জাতীয় গাছ জন্মায়।
* ৯: ম্যানগ্রোভ অরণ্য ভারতের কোন্ অঞ্চলে দেখা যায়?
উত্তর: সুন্দরবন / মহানদী ব-দ্বীপ / গোদাবরী ব-দ্বীপ / কৃষ্ণা ব-দ্বীপ / আন্দামান ও নিকোবরের উপকূল অঞ্চলে

0 Comments