Advertisements
বাংলাদেশে কি কি উপায়ে যাতায়াত করা হয় ? অথবা বাংলাদেশের পরিবহন ব্যবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও।
উত্তর : বাংলাদেশে যাতায়াতের প্রধান বাহন নদ-নদী (৪,৮৩০ কিলোমিটার)। এখানে প্রচুর নাব্য নদ-নদী থাকায় নৌকা, স্টীমার বিভিন্ন অঞ্চলে যাতায়াত ও মালপত্র আদান-প্রদান করা হয়। এছাড়া বর্তমানে অনেক সড়ক পথ (৪৬,০০০ কিলোমিটার) নির্মাণ করা হয়েছে। কিন্তু স্থানে স্থানে নদীর উপর সেতুর অভাবে একস্থান থেকে অন্যস্থানে সড়কপথে যোগাযোগের অসুবিধা হয়। এছাড়া অতিরিক্ত বর্ষার জন্য রাস্তা-ঘাট অচিরেই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। এখানে প্রায় ২,৭০০ কিলোমিটার রেলপথ আছে, এতে যাতায়াত ও মাল পরিবহন করা হয়। বিমানপথের ক্রমশ উন্নতি হচ্ছে।

0 Comments