Advertisements
কোন্ কোন্ উদ্ভিদ থেকে শ্রমিক মৌমাছি মকরন্দ সংগ্রহ করে ?
Ans:
। শ্রমিক মৌমাছিরা বিভিন্ন ঋতুতে জন্মানো ফুল, ফল, সবজি, ফুলের পরাগ থেকে মকরন্দ সংগ্রহ করে। এরকম কয়েকটি গাছ হল আম, জাম, তেঁতুল, তিল, পেয়ারা, গাজর, ধনে, সরষে, মৌরি, গাঁদা, লাউ, কুমড়ো, পেঁয়াজ, মটর,পদ্ম ইত্যাদি।

0 Comments