Advertisements
মৌমাছিরা কীভাবে মধু তৈরি ও সংগ্রহ করে লেখো।
Ans:
>> প্রতিটি মৌচাকে অনেকগুলি করে ষড়ভুজাকৃতি প্রকোষ্ঠ থাকে। শ্রমিক মৌমাছিরা ফুল থেকে মকরন্দ সংগ্রহ করে। সংগ্রহ করা মকরন্দ নিজেদের দেহের মধুথলিতে জমা রাখে। মধুথলিতে মকরন্দের সঙ্গে লালারস মেশে। এর ফলে মকরন্দে থাকা শর্করার কিছু পরিবর্তন হয়। শ্রমিক মৌমাছি এই মিশ্রণকে মধু প্রকোষ্ঠে উগরে দেয়। আর ডানা দিয়ে ক্রমাগত বাতাস করতে থাকে। এর ফলে জল বাষ্পীভূত হয়ে এই মিশ্রণ মধুতে পরিণত হয়।

0 Comments