Advertisements
আবেগ (Emotion) ও অনুভূতি (Feeling) কী ?
Ans:
আবেগ ও অনুভূতি হল একধরনের মানসিক আচরণ বা অবস্থা। বয়ঃসন্ধিকালে বিভিন্ন কারণে মনের মধ্যে নানারকম অনুভূতি দেখা যায়।
আবার অনুভূতির বহিঃপ্রকাশই হল আবেগ। যেমন—নিকট আত্মীয়ের মৃত্যুসংবাদে চোখে জল আসা এবং দুঃখ পাওয়া আবেগ ও অনুভূতির উদাহরণ।
অনুভূতিগুলিকে বুঝে নিয়ে আবেগের যথার্থ প্রকাশ ঘটানো এবং তার ওপর নিয়ন্ত্রণ রাখার জন্য জীবনকুশলতার চর্চা প্রয়োজন।

0 Comments