Advertisements
কেলাস বলতে কী বোঝো ? কেলাসন কী ?
Ans:
>> তড়িৎযোজী যৌগ NaCl একক অণুরূপে থাকতে পারে না। NaCl-এর একাধিক বিপরীতধর্ম আয়নগুলি (Na+ এবং CI) পরস্পর নির্দিষ্ট সজ্জায় যুক্ত হয়ে যে কঠিন পদার্থের দানা উৎপন্ন করে তাকে কেলাস বলে। সুতরাং, নির্দিষ্ট সংখ্যক সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ নির্দিষ্ট ত্রিমাত্রিক জ্যামিতিক আকারবিশিষ্ট সমসত্ত্ব কঠিন পদার্থের দানাকে কেলাস বলে।
>> কেলাসন: কেলাস তৈরির পদ্ধতিকে কেলাসন বলে
0 Comments