Advertisements
যোজ্যতা ইলেকট্রন বা যোজক ইলেকট্রন কাকে বলে ?
Ans:
> যোজ্যতা ইলেকট্রন বা যোজক ইলেকট্রন: পরমাণুর বাইরের কক্ষের ইলেকট্রনগুলিকে যোজক ইলেকট্রন বলে। এরা রাসায়ানিক বিক্রিয়ায় অংশ নেয়। যেমন Na এর e কাঠামো 2, 8, 1 সুতরাং Na এর যোজক e সংখ্যা 1, Mg এর 2, অক্সিজেনের 6 ইত্যাদি ।
0 Comments