Advertisements
মরচে প্রতিরোধ করা যায় কীভাবে ?
মরচে প্রতিরোধ করার উপায়গুলি হল—
[I] জল ও বায়ু যাতে লোহার সংস্পর্শে না আসতে পারে, তার জন্য লোহার বা লোহার জিনিসের উপর আলকাতরা, রং, বার্নিশ- -এর প্রলেপ দেওয়া হয়।
[II] লোহার উপর জিঙ্কের প্রলেপ (গ্যালভানাইজেশন) বা টিনের প্রলেপ দেওয়া হয়।
[III] লোহিত তপ্ত লোহার উপর দিয়ে, স্টিম চালনা করলে, লোহার উপর ফেরাসোফেরিক অক্সাইড (Fe3O4)-এর আস্তরণ পড়ে যা জল, বায়ুকে লোহার সংস্পর্শে আসতে দেয় না।

0 Comments