Ad Code

পরিবর্তনশীল যোজ্যতা বলতে কী বোঝো ? উদাহরণ দাও ।




Advertisements

 পরিবর্তনশীল যোজ্যতা বলতে কী বোঝো ? উদাহরণ দাও ।

Ans:

> পরিবর্তনশীল যোজ্যতা: কতকগুলি মৌলের ক্ষেত্রে একাধিক যোজ্যতা দেখতে পাওয়া যায়, এদের বলা হয় পরিবর্তনশীল যোজ্যতা। কম যোজ্যতা আস্ এবং বেশি যোজ্যতা ইক্। Fe-এর যোজ্যতা 2 হলে আস্ এবং যোজ্যতা 3 হলে ইক্।

* উদাহরণ: (ব্রাকেটে যোজ্যতা দেওয়া আছে)

[I] Sn2+ → স্ট্যানাস(2), Sn4+ → স্ট্যানিক(4)।

[II] Fe2+ → ফেরাস (2), Fe 3+ → ফেরিক(3) ।

[II] Cu+→ কিউপ্রাস (1), Cu2+ → কিউপ্রিক(2)।

[iv]_Hg+ (Hg22+) → মারকিউরাস(1),

Hg2+ → মারকিউরিক (2) ।

Download Link of this Content
Advertisements
Best Search Engine Optimization
Advertisements

Post a Comment

0 Comments