Advertisements
লিম্বিকতন্ত্র কী ?
Ans:
গুরুমস্তিষ্কের থ্যালামাস, হাইপোথ্যালামাস প্রভৃতি অংশ নিয়ে গঠিত মস্তিষ্কের যে-অংশ (অ্যামিগডালা, হিপোক্যাম্পাস লোবযুক্ত) মানুষের শিখন, স্মরণ ক্ষমতা, বুদ্ধি, নানান আবেগ নিয়ন্ত্রণ করে, তাকে লিম্বিকতন্ত্র বলে। এটি আবেগ নিয়ন্ত্রক মস্তিষ্ক নামেও পরিচিত।
0 Comments