Advertisements
হাইপোথ্যালামাস—প্রভুগ্রন্থির প্রভু
Ans:
হাইপোথ্যালামাসের নিউরোসিক্রেটরি কোশ থেকে পেপটাইড- ধর্মী নিউরোহরমোন ক্ষরিত হয়। এটি স্নায়ু-অন্তঃক্ষরা অঙ্গ হিসেবে অগ্র পিটুইটারির পার্স ডিস্টালিস অংশ থেকে বিভিন্ন হরমোন সংশ্লেষ ও ক্ষরণ করে। প্রভুগ্রন্থি পিটুইটারির হরমোন ক্ষরণকে নিয়ন্ত্রণ করে বলে একে প্রভুগ্রন্থির প্রভু (Master of Master Gland) বা সুপ্রিম কমান্ডার বলে।
0 Comments