Advertisements
গাছের যত্নে
Ans:
- ছোট থেকে বড়, গাছের মাপের সঙ্গে টবের মাপ খেয়াল রাখা দরকার।
- জল দিতে হবে বিকেলে। মাটিতে জল জমতে দেবেন না।
- সার তৈরির সময়ে খোল পচা জল বা হাড়-গুঁড়োর ব্যবহার চলতে পারে।
- গাছে ফুল হওয়া পর্যন্ত ১০ থেকে ১৫ দিন অন্তর ‘সাইপারমেথিন' অথবা নিম তেলের মতো কীটনাশক দেওয়া যায়। এক মুঠো নিম খোল গাছের গোড়ায় দিলে শিকড়ের কাছেও পোকা লাগার ভয় থাকে না।
- অনেক সময়ে মাথার কাছে ভারী হওয়ায় গাছটি হেলে যায়। উচ্চতা বুঝে বাঁশের খুঁটি দিয়ে সেটিকে ঠেকিয়ে রাখা দরকার।
- ‘লাইট ট্রিটমেন্ট’: শীতের সময়ে দিন ছোট। সূর্য ডোবার আগে যদি লাইট বাল্ববের মতো কৃত্রিম আলো জ্বেলে দেওয়া হয়, তবে গাছে কুঁড়ি আসে তাড়াতাড়ি। এই পদ্ধতিটিই ‘লাইট ট্রিটমেন্ট”।

0 Comments