Advertisements
উপসর্গ কী কী?
রিউমাটোলজিস্ট অভ্রজিৎ রায়ের সঙ্গে কথা বলে জানা গেল, প্রাথমিক ভাবে দেহের বিভিন্ন অংশে ব্যথা শুরু হয়। সেই সময়ে এক টানা দাঁড়িয়ে বা বসে থাকলে ক্লান্ত লাগতে পারে। তার পর সেই দুর্বলতা বাড়তে থাকে। সচরাচর উরু বা জঙ্ঘা, হাতের পেশি ও আঙুলের পেশিতে দুর্বলতা দেখা যায় এই অসুখে। পাশাপাশি, প্রভাব দেখা যায় ত্বকেও। চোখের চারপাশে দেখা যায় হিলিয়োট্রপিক র্যাশ, অর্থাৎ সূর্যের কিরণের মতো প্রদাহ। এ ছাড়াও হাতের উপরে বা শরীরের গাঁটে গাঁটে দেখা যায় লাল রঙের গট্রন প্যাপিউলস। খাদ্যনালির বা শ্বাসনালির পেশিতে এই অসুখ হানা দিলে ঢোঁক গিলতে বা শ্বাস নিতেও সমস্যা হতে পারে। সেখান থেকেই অসুখটি ছড়িয়ে পড়ে ফুসফুসে।

0 Comments