Advertisements
সালোকসংশ্লেষ কাকে বলে ?
উত্তর: যে-শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদের ক্লোরোফিল সমন্বিত কোশে সূর্যালোকের উপস্থিতিতে পরিবেশ থেকে শোষিত জল (H2O) এবং পরিবেশ থেকে গৃহীত কার্বন ডাইঅক্সাইডের (CO2) উপচিতিমূলক রাসায়নিক সমন্বয়ের মাধ্যমে শর্করাজাতীয় খাদ্য উৎপন্ন হয় এবং সৌরশক্তি রাসায়নিক বা স্থৈতিক শক্তিরূপে উৎপন্ন খাদ্যে (C6H12O6) আবদ্ধ হয় ও গৃহীত কার্বন ডাইঅক্সাইডের সমপরিমাণ অক্সিজেন উৎপন্ন হয়, তাকে সালোকসংশ্লেষ বলে।

0 Comments