Advertisements
উদ্ভিদে সালোকসংশ্লেষ কোথায় ঘটে ?
উত্তর: উদ্ভিদের সবুজ পাতার মেসোফিল কলার কোশের ক্লোরোপ্লাস্ট হল সালোকসংশ্লেষের প্রধান সংঘটনস্থল। উদ্ভিদের পাতা ছাড়াও উপপত্র, উপবৃত্তি, বৃত্তি, পুষ্পাক্ষ, সবুজ কাণ্ড, পর্ণকাণ্ড এবং কাঁচা ফলত্বকেও সালোকসংশ্লেষ ঘটে।

0 Comments