আগাছানাশক বা হার্বিসাইড ব্যবহারের ক্ষেত্রে কী কী সতর্কতা নেওয়া উচিত?
উত্তর: বিভিন্ন ফসলের জন্য ভিন্ন ভিন্ন আগাছানাশক ব্যবহার করা হয়। তাই যে ফসলের আগাছা নিয়ন্ত্রণ প্রয়োজন সেই ফসলের সুপারিশগত আগাছানাশক ব্যবহার করতে হবে। বিভিন্ন আগাছানাশকের প্রয়োগের মাত্রা ও ভিন্ন, তাই যে রাসায়নিক আগাছানাশক ব্যবহার করা হচ্ছে তা সুপারিশগত মাত্রায় প্রয়োগ করতে হবে। আগাছানাশক ফসল চাষের বিভিন্ন সময় প্রয়োগ করা যায়। তাই যে আগাছানাশক ব্যবহার করা হচ্ছে সুপারিশগত সময় (আগাছা জন্মানোর আগে না আগাছা জন্মানোর পর প্রয়োগ) প্রয়োগ করতে হবে। কোন জাতীয় আগাছানাশক অর্থাৎ ঘাস না মুথা না চওড়া পাতা জাতীয় তার উপর নির্ভর করে আগাছানাশক প্রয়োগ করতে হবে। আগাছানাশক ব্যবহারের ক্ষেত্রে বিঘা প্রতি ৭০-৮০ লিটার জল ব্যবহার করতে হবে এবং স্প্রে করার সময় সাধারণ নজেল ব্যবহার না করে ফ্লাড জেড নজেল ব্যবহার করতে হবে।

0 Comments