Advertisements
অ্যাবডাকশন কাকে বলে ?
Ans:
যে-পদ্ধতিতে কোনো পেশি কোনো অঙ্গকে মধ্যরেখা বা দেহ অক্ষ থেকে দূরে সরে যেতে সাহায্য করে, সেই পদ্ধতিকে অ্যাবডাকশন বলে। এই পদ্ধতিতে সাহায্যকারী পেশিগুলিকে অ্যাবডাক্টর পেশি বলে।
উদাহরণ: হাতের ডেল্টয়েড পেশি, পায়ের গ্লুটিয়াস ম্যাক্সিমাস ।

0 Comments