Advertisements
আক্কেল দাঁত কী?
Ans:
■ আগে ৩২টা দাঁত থাকত। এখন খাদ্যাভাসের পরিবর্তনের কারণে কার্যকর দাঁত হচ্ছে ২৮ টা। ১৮ বছরের পর চারখানা দাঁত উঠে থাকে যাকে আক্কেল দাঁত বলে। এর নির্ধারিত জায়গা কম থাকায়অনেক সময় অনেক কষ্ট হয়। প্রায় ৫০ শতাংশের আক্কেল দাঁত ওঠে না।

0 Comments