Advertisements
৬০ টি শব্দে উত্তর দাও। (প্রতিটি প্রশ্নের মান ৩)
- ‘নদীর বিদ্রোহের কারণ সে বুঝতে পারিয়াছে’—কে বুঝতে পারিয়াছে? নদীর বিদ্রোহের কারণ কী?
- ‘নিজের পাকা হাতের কলমে!’—কার পাকা হাত? ‘পাকা হাতের কলমে’ তিনি কী করেছিলেন?
- “খাঁটি সন্ন্যাসীর মত সব তুচ্ছ করে সরে পড়লেন?”—এই প্রশ্নের উত্তরে হরিদা কী বলেছিল?
- “তপনের মনে হয় আজ সবথেকে দুঃখের দিন”—তপনের এরকম মনে হওয়ার কী কারণ ছিল?
- ‘নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে’-কার কথা বলা হয়েছে? তার পাগলামিটি কি?
- “রত্নের মূল্য জহুরীর কাছেই”—এই কথাটি বলার কারণ কী ছিল?
- ‘তোরা অদল বদল করেছিস’—উক্তিটি কার? উক্তির পেছনে যে প্রচ্ছন্ন হুমকি রয়েছে তা আলোচনা করো।
- আজকের মত কাউকে নির্বোধ আহাম্মক হতে বোধ করি কেউ কখনো দেখেনি।’—কাদের উদ্দেশ্য করে, কেন বক্তা এমন মন্তব্য করেছে?
- ‘উনি দশ বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন।’উনি কে? কেন অমৃতকে জড়িয়ে ধরলেন?
- “মনে হলে দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশিয়ে যাই”। একথা বলার কারণ কী?
- ‘পরপর পাথরের মতো,/বছরগুলো নেমে এলো তার মাথার ওপর।’—’পাথরের মত’ বলার তাৎপর্য বিশ্লেষণ করো।
- “আমাদের ইতিহাস নেই”—কথাটি ব্যাখ্যা করো।
- “বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ”—কবি এ কথার মধ্যে দিয়ে কী বোঝাতে চেয়েছেন?
- ‘যখন গুপ্ত গহবর থেকে পশুরা বেরিয়ে এল’—উদ্ধৃতিটির তাৎপর্য বিশ্লেষণ করো।
- “আসছে নবীন-জীবনহারা অসুন্দরে করতে ছেদন!”—উদ্ধৃতিটির তাৎপর্য লেখো।
- এবার মহানিশার শেষে/ আসবে উষা অরুণ হেসে’—মহানিশা কী? এই মন্তব্যের মধ্য দিয়ে কবি কীসের ইঙ্গিত দিয়েছেন?
- “হায়! পুত্র, কি আর কহিব/ কনক-লঙ্কার দশা!”—বক্তার এই আক্ষেপ এর কারণ কী?
- “সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর ঢুলায়!”—কোন প্রসঙ্গে এ কথা বলা হয়েছে লেখো।
- ‘জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া মানিয়া’;—কাকে জিজ্ঞাসা করা হয়েছিল? মহাবাহুর বিস্মিত হওয়ার কারণ কী?
- পরিভাষার প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে রাজশেখর বসুর মত কী?
- প্রাচীন সুমেরিয়ানরা কিসের কলম ব্যবহার করতেন?
- ‘এক সাহেব লিখে গেছেন’—সাহেব কী লিখে গেছেন?
- “গরুকে অক্ষর খাওয়ানো নাকি পাপ।”—তাই লেখকরা শৈশবে কী করতেন?
- “জন্ম নিল ফাউন্টেন পেন।” ফাউন্টেন পেনের জন্মবৃত্তান্তটি উল্লেখ করো।
- বাবু কুইল ড্রাইভার্স—কার বলা কথা?
- ‘এতে রচনা উৎকট হয়’—রচনা উৎকট হয় কীসে?
- ব্যঞ্জনা কী?
- ‘আমাদের অলংকারিক গণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন’—ত্রিবিধ কথা কী?
- গ্রামে কেউ দু একটা পাস দিতে পারলে কী বলে বুড়ো-বুড়িরা আশীর্বাদ করতেন?
- কলিকাতা বিশ্ববিদ্যালয় কবে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন?
0 Comments