Advertisements
সব পাতা ঝরে গেলেও পত্রমোচী বা ডেসিডুয়াস বৃক্ষ কিভাবে বাঁচে?
Ans:
(i) শঙ্ক পত্র ও স্থায়ী পত্রমূলের সাহায্যে সালোকসংশ্লেষ করতে পারে।
(ii) উদ্ভিদকাণ্ডে সালোকসংশ্লেষে অংশগ্রহণকারী অঙ্গের দ্বারা অর্থাৎ পত্ররন্ধ্র ও ক্লোরেনকাইমা কলার উপস্থিতির ফলে সালোকসংশ্লেষ করতে পারে।
(iii) মূল ও কাণ্ডে সঞ্চিত খাদ্য দ্বারা জীবন ধারণ করতে পারে।

0 Comments