Advertisements
টিকা কী ?
উত্তর: কোনো সুনির্দিষ্ট রোগ প্রতিরোধের উদ্দেশ্যে ওই রোগসৃষ্টিকারী জীবাণু বা তার অ্যান্টিজেনকে পরিবর্তিত অবস্থায় (রোগসৃষ্টিকারী ক্ষমতা নষ্ট করে দিয়ে) ব্যবহার করে যখন ওই রোগের বিরুদ্ধে দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে উদ্দীপিত করা হয়, তাকে টিকা বলে ৷
0 Comments