Advertisements
জোটনিরপেক্ষতা বলতে কী বোঝায়?
উত্তর : বার্টন বলেছেন, জোটনিরপেক্ষতা বলতে সেইসব দেশের পররাষ্ট্রনীতিকে বোঝায় যাদের নীতি হল সমাজতান্ত্রিক জোট ও পুঁজিবাদী জোট—এই দুইয়ের মধ্যে কোনো জোটেই যোগদান না করা। অবশ্য জোটনিরপেক্ষতা বলতে কঠোর নিরপেক্ষতা বোঝায় না। আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞদের মতে, জোটনিরপেক্ষতা হল গতিশীল নিরপেক্ষতা।

0 Comments