Advertisements
রাসায়নিক বিবর্তন কাকে বলে?
Ans:
জীব বিবর্তনের পূর্বে সরল অজৈব যৌগ, যেমন— NH3, H2O, CO2, CO, HCN, CH4 ইত্যাদি থেকে বিভিন্ন জৈব অণু, যেমন—প্রোটিন, নিউক্লিক অ্যাসিড ইত্যাদি গঠিত হয়েছে। এই প্রকার জৈব অণুর বিবর্তনকে রাসায়নিক বিবর্তন বলে।
0 Comments