Advertisements
পৃথিবীর অপসূর ও অনুসূর অবস্থান সম্পর্কে লেখো।
বা, পৃথিবীর অপসূর অবস্থান কাকে বলে ?
উত্তর: পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে 662° কোণ করে হেলে থাকা অবস্থায় উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে। সূর্য এই কক্ষপথের নাভিতে অবস্থান করায় পৃথিবীর সঙ্গে সূর্যের দূরত্বের হ্রাসবৃদ্ধি ঘটে। এইভাবে 3 জানুয়ারি সূর্য ও পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম 14 কোটি 70 লক্ষ কিমি হয়, একে পৃথিবীর অনুসূর অবস্থান বলে। 4 জুলাই দূরত্ব সর্বাধিক 15 কোটি 20 লক্ষ কিমি হয়, একে অপসূর অবস্থান বলে।

0 Comments