Ad Code

কোনো একটি দিনে তোমার ঝড় দেখার কথা বন্ধুকে একটি চিঠি লিখে জানাও।




Advertisements

 কোনো একটি দিনে তোমার ঝড় দেখার কথা বন্ধুকে একটি চিঠি লিখে জানাও।


 উত্তর:

বক্সীপুর, নদিয়া ১৬.০৯.২০২১


প্রিয় অমিত,

কাল দুপুরে একটা দারুণ অভিজ্ঞতা হল। গরমের ছুটি বলে দুপুরে খাওয়াদাওয়ার পর শুয়ে শুয়ে একটা বই পড়ছিলাম | হঠাৎ মনে হল, অন্যদিনের চেয়ে গরমটা যেন একটু বেশিই লাগছে জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখি, একটা গাছের পাতাও নড়ছে না আকাশ কালো করে মেঘ করেছে। চারিদিক থমথমে হয়ে আছে, সেই সঙ্গে একটা গুমোট গরম | ঘণ্টাখানেক সবে পেরিয়েছে। এমন সময় শোঁ শোঁ শব্দে এসে পড়ল ঝড় | আমি তৎক্ষণাৎ বই ফেলে রেখে ছুট লাগালাম ছাদে। সেখানে দেখি সুপারি গাছ আর নারকেল গাছগুলো প্রবল হাওয়ায় নুয়ে পড়ছে। চারিদিকে ধুলো উড়ছে। রাস্তায় লোকজন ছোটাছুটি করছে। হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি নামল। আমি বৃষ্টিতে খুব মজা করে ভিজলাম | খানিক পরে যখন শিল পড়তে শুরু করল, তখন মায়ের ডাকে ভেতরে চলে এলাম | চারপাশ তখন ঠান্ডা হয়ে


গেছে | ছুটির দুপুরের মেজাজটাই যেন বদলে গেল। তুই কাকু ও কাকিমাকে আমার প্রণাম জানাস। চিঠির উত্তর দিস।

Download Link of this Content
Advertisements
Best Search Engine Optimization
Advertisements

Post a Comment

0 Comments