Advertisements
গ্রীষ্ম কেন শীতের থেকে গরম ?
উত্তর: গ্রীষ্মকালে শীতকালের তুলনায় দিনের দৈর্ঘ্য রাতের দৈর্ঘ্যের থেকে বেশি। দিনের দৈর্ঘ্য বেশি হওয়ায় ভূপৃষ্ঠে যে পরিমাণ তাপ সঞ্চিত হয়, ছোটো রাতে সেই তাপ পুরোটা বিকিরিত হতে পারে না। কিছুটা তাপ ভূপৃষ্ঠে থেকে যায়। ফলে গ্রীষ্মকালে উয়তা বাড়ায় গ্রীষ্ম শীতের থেকে গরম হয়।
0 Comments