Advertisements
মাইক্রোফাইলাম ও মেগাফাইলাম কাকে বলে ?
উত্তর :টেরিডোফাইটা বা ফার্নবর্গ-এর অন্তর্ভুক্ত উদ্ভিদের ক্ষেত্রে দুই রকমের পাতা থাকে। যদি পাতার আকৃতি ছোটো ও সূক্ষ্ম হয়, তাকে মাইক্রোফাইলাম বলে।
যদি পাতার আকৃতি বড়ো এবং প্রসারিত হয়, তবে সেই পাতাকে মেগাফাইলাম বলে।

0 Comments