Advertisements
শুদ্ধ বর্ণালি ও অশুদ্ধ বর্ণালি বলতে কী বোঝো?
Ans:
→ যে বর্ণালিতে বিভিন্ন বর্ণগুলি স্পষ্টভাবে দৃশ্যমান ও নিজস্ব স্থান দখল করে থাকে। একটি বর্ণের ওপর অন্য বর্ণের অভিলেপন হয় না, সেই বর্ণালিকে শুদ্ধ বর্ণালি বলে।
যে বর্ণালিতে বিভিন্ন বর্ণগুলিকে স্পষ্টভাবে দেখা যায় না এবং বর্ণগুলি একটির ওপর আর-একটি অভিলেপিত হয়, তাকে অশুদ্ধ বর্ণালি বলে।

0 Comments