Advertisements
বিরল মৃত্তিকা মৌল বা ল্যাথানাইডস্ বলতে কী বোঝো?
Ans:
→ পর্যায় সারণির ষষ্ঠ পর্যায়ের ল্যাথানাম (La) পরবর্তী সিরিয়াম (Ce) থেকে লুটেশিয়াম (Lu) পর্যন্ত 14টি মৌলকে প্রকৃতিতে খুব কম পাওয়া যায় বলে এদের একত্রে বিরল মৃত্তিকা মৌল বা ল্যান্থানাইডস্ বলে। এদের ষষ্ঠ পর্যায়ের তৃতীয় শ্রেণিতে একত্রে রাখা হয়।

0 Comments