Advertisements
কোন্ কোন্ পদার্থ ইনসুলিন ক্ষরণে উদ্দীপনা যোগায় এবং কোন্ পদার্থ ইনসুলিন ক্ষরণে বাধা দেয়?
Ans:
গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, গ্যাসট্রিন, সিক্রেটিন, অ্যাসিটাইল কোলিন, গ্লুকাগন ইত্যাদি গ্লুকোজ ক্ষরণ বৃদ্ধি করে এবং সোমাটোস্টেটিন, এপিনেফ্রিন, নর্-এপিনেফ্রিন ইত্যাদি গ্লুকোজ ক্ষরণে বাধা দেয়।
0 Comments