Advertisements
কোন্ কোন্ কলাকোষে ইনসুলিন গ্লুকোজ গ্রহণ বাড়িয়ে দেয় এবং কোন্ কোন্ কলাকোষে গ্লুকোজের প্রবেশে ইনসুলিনের প্রয়োজন হয় না?
Ans:
→ প্রধানত পেশীকোষ, চর্বিকলা, শ্বেতকণিকা, চোখের লেন্স, পিট্যুইটারি ও অগ্ন্যাশয়ের দ্বীপগ্রন্থিকোষে ইনসুলিন গ্লুকোজ গ্রহণ ক্ষমতা বাড়িয়ে দেয়। আবার মস্তিষ্ক, বৃক্ক, ক্ষুদ্রান্ত্রের মিউকাস কোষ ও লোহিত কণিকায় গ্লুকোজ প্রবেশে ইনসুলিনের প্রয়োজন হয় না।
0 Comments