Advertisements
মনসবদারি প্রথা বলতে কী বোঝায় ?
Ans:
সম্রাট আকবরের শাসনব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য ছিল মনসবদারি প্রথা।১৫৭১ খ্রিস্টাব্দে তিনি জায়গিরদারি প্রথার বদলে এই প্রথা চালু করেন। মনসব কথার অর্থ পদমর্যাদা। এরূপ ১০ থেকে ১০ হাজারি পদমর্যাদা সম্পন্ন মনসবদারদের পরিচয় পাওয়া যায়।
0 Comments