Advertisements
লসিকা কি? শরীরের প্রতিরক্ষায় লসিকার ভূমিকা কি? আমাদের দেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি কোনটি? →
Ans:
লসিকা লসিকাবাহে অবস্থিত একপ্রকারের পরিবর্তিত কলারস। লসিকা দেহের প্রতিরক্ষায় নিম্নরূপ ভূমিকা পালন করে—
(i) লসিকা যখন লসিকাগ্রন্থির মধ্য দিয়ে অতিক্রম করে তখন বিভিন্ন বিজাতীয় পদার্থ এবং রোগজীবাণু পরিশ্রুত হয়।
(ii) লসিকা মধ্যস্থ লিম্ফোসাইট ও মনোসাইট কণিকা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় রোগ জীবাণু ধ্বংস করে।
(iii) লিম্ফোসাইট অ্যান্টিবডি সৃষ্টি করে রোগাক্রমণ প্রতিরোধ করে। প্লীহা মানুষেরসবচেয়ে বড় লসিকা গ্রন্থি।
0 Comments