Advertisements
বাম নিলয়ের প্রাচীর ডান নিলয়ের প্রাচীর অপেক্ষা পুরু কেন?
Ans:
বাম নিলয়কে মহাধমনীর রক্তের ঔদহৈতিক চাপের প্রতিরোধে কাজ করতে হয়। আর মহাধমনীর রক্তের ঔদস্থৈতিক চাপ ফুসফুসীয় ধমনীর রক্তের ঔদস্কৃৈতিক চাপের চেয়ে বেশী। তাই বাম নিলয়ের প্রাচীর ডান নিলয়ের প্রাচীর অপেক্ষা বেশী পুরু।
0 Comments