Advertisements
NTPC টিকা
উত্তর: NTPC-এর পুরো কথাটি হল National Thermal Power Corporation। ভারতের বিভিন্ন অংশে কয়লার সাহায্যে তাপবিদ্যুৎ উৎপাদনে দ্রুত উন্নতির জন্য 1975 সালে নভেম্বর মাসে এই সংস্থাটি স্থাপিত হয়। এই সংস্থা সারা ভারতব্যাপী 16 টি কয়লাভিত্তিক ও 7টি গ্যাসভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে। এই সংস্থার মোট উৎপাদন 30,644 মেগাওয়াট (2011 সাল অনুযায়ী)।
0 Comments